দেশচিন্তা ডেস্ক: এসময় চেয়ারম্যান মহোদয় বলেন,’শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার সততার সাথে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এই কার্যক্রমে শিক্ষা বোর্ডের সঙ্গে এ সংগঠন গঠনমূলক সহযোগিতা করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামে নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতৃবৃন্দের উদ্দ্যেশ্যে তিনি উল্লিখিত কথা বলেন। গত ৭ জানুয়ারি (বুধবার) চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষক নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় কালে কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেন,’ বাকশিস সকল সময় বোর্ড ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা করে আসছে যাতে দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় থাকে এবং এ সহায়তা অব্যাহত থাকবে। বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, চেয়ারম্যান মহোদয়ের সরকারি, বেসরকারি সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও অসংগতির বিষয়ে অভিজ্ঞতা ও ধারণা আছে। তাই বিদ্যমান সমস্যা ও অসংগতির কাজগুলো তিনি দ্রুত সমাধান করতে পারবেন। এ ব্যাপারে বৈষম্য দুরকরণে শিক্ষক সমাজের বা সংগঠনের সহায়তা প্রয়োজন হলে অতীতের মত শিক্ষক সমাজ তথা সংগঠন পাশে থাকবে। চেয়ারম্যান মহোদয় নেতৃবৃন্দের উদ্দ্যেশ্যে বলেন,” শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছতা ও সংস্কার কার্যক্রমে শিক্ষাবোর্ডের সংঙ্গে এ সংগঠন গঠনমূলক সহযোগিতা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মু. আবু তৈয়ব, অধ্যক্ষ এস. এম. মিছবাহ উর রহমান, অধ্যক্ষ সরোয়ার সালেক সিকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইউনুচ মিঞা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন শহীদ অহিদুল আলম, দপ্তর সম্পাদক সঞ্জীব সেন গুপ্ত,মহানগর শাখার দপ্তর সম্পাদক অধ্যাপক মিল্টন কুমার নাথ, জেলার সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক এস. এম. রাশেদ, তথ্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক আহমেদ মাইনুল হাসান। পাশাপাশি জেলা ও মহানগর কমিটির সদস্যদের মধ্যে ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মনোজ কুমার দেব, অধ্যাপক শিমুল বিকাশ দাশ ও অধ্যাপক আবুল হাশেম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.