দেশচিন্তা ডেস্ক: গত এক বছরে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ জেতার পর আরেকটি ট্রফি ঘরে তুললো পিএসজি। গতকাল ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে মার্শেইকে হারিয়েছে তারা।
কুয়েতের জাবের আল-আহমদ স্টেডিয়ামে পিএসজি ও মার্শেইয়ের মূল ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। শিরোপা নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। মার্শেই প্রথম দুই শটে মিস করায় ৪টি শটের বেশি নিতে হয়নি পিএসজিকে, গনকালো রামোস, ভিতিনহা, নুনো মেন্ডেস ও দেজিরে দুয়ে প্রত্যেকে গোল করেছেন।
পিএসজি ট্রফি জিতে ৪-১ ব্যবধানে। লুইস এনরিকের অধীনে এটি তাদের দশম শিরোপা। স্প্যানিশ কোচ ২০২৩ সালের জুলাইয়ে দায়িত্ব নিয়েছিলেন। এরপর দুটি করে লিগ ও ফ্রেঞ্চ কাপ জিতেছেন, জিতিয়েছেন চির আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ। সর্বোচ্চ ৩টি জিতেছেন ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা, এবারেরটি যা টানা তৃতীয়।
গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ সাফল্যে অন্যতম সেরা পারফরম্যান্স ছিল উসমান দেম্বেলের। ফরাসি এই তারকাই গোলের খাতা খুলেন। ৯ মিনিটে মার্শেইয়ের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে জালের দেখা পান তিনি। প্রথমার্ধজুড়ে আর গোল হয়নি, গোল হয়নি দ্বিতীয়ার্ধের প্রথম ৩০ মিনিটেও।
শেষ ২২ মিনিটে হয় ৩ গোল। ৭৬ মিনিয়ে মার্শেই পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছিল। এরপর উইলিয়ান পাচোর আত্মঘাতী গোল পিএসজির শিরোপা জয়ে বাধা হয়ে দাঁড়ায়। ভাগ্য ভালো যে শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে গনকালো রামোস জালের দেখা পেয়েছিলেন। সেটাই ম্যাচ নিয়ে যায় পেনাল্টি শুটআউটে। সেখানে পিএসজির জয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.