দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় চবি উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাংসিত ইউনিভার্সিটির (Rangsit University) অ্যাকাউন্টিং প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং (Dr. Kanitsorn Terdpaopong)।
সাক্ষাৎকালে তাঁরা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময়সহ যৌথ শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উপাচার্য আগত অতিথিকে চবিতে স্বাগত জানান এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্সের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক সেমিনার নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং গবেষণা কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তিনি ভবিষ্যৎ গবেষণায় চবি ও রাংসিত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আশা ব্যক্ত করেন।
এর আগে প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাকাউন্টিং অ্যান্ড হেলথকেয়ার ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। চবি অফিস ফর ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স (ওআইএ) ও চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর যৌথ উদ্যোগে এবং অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় এই সেমিনারটি আয়োজিত হয়। ওআইএ-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রফেসর বজলুর রহমান এবং ড. ফারহানা সেমিনারে উপস্থিত ছিলেন। চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী অতিথিদের স্বাগত জানান। এ সময় সংশ্লিষ্ট অনুষদের বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.