দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরী থানা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এ দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশে বারবার পাতানো ও একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হলে সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তিনি বলেন, জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা সময়ের অপরিহার্য দাবি।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির, আধিপত্যবাদ বিরোধীশক্তির দায়িত্বশীলের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং সাধারণ মানুষের কাছে গণভোটের তাৎপর্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে উক্ত দায়িত্বশীল বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।
প্রধান বক্তা মুহাম্মদ নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়বে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই।
এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মকবুল আহমদ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাচঁলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলমসহ থানা সেক্রেটারি, ছাত্র, শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের সচেতন ও সংগঠিত ভূমিকা আগামী দিনের আন্দোলনে গতি সঞ্চার করবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.