দেশচিন্তা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর আচরণবিধি লঙ্ঘন হবে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।
স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা প্রদক্ষিণ করবেন। তবে তার এই সফরকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন দলের নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘তারেক রহমানের উত্তরাঞ্চলের সফরে ঘিরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে না।’
ফ্যাসিবাদদের কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পেছনেও তাদের ষড়যন্ত্র থাকতে পারে।’
এমন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথ করতে সব রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল নির্বাচন সফল করবে।’
আসন সমঝোতার ইস্যুতে তিনি বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। আর কিছু প্রার্থীকে বোঝানো হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.