দেশচিন্তা ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৪-৬ জানুয়ারি পর্যন্ত একটি শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে।
দূতাবাস জানায়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, কুয়েত সরকারের প্রতিনিধি এবং কুয়েতে বসবাসরত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা শোক বইতে স্বাক্ষরের জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আসেন।
শোক বই স্বাক্ষরের অনুষ্ঠানটি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তাদের সংহতি প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ দিয়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর সহানুভূতি প্রকাশ করে কুয়েতের জাতীয় নেতা এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে সমবেদনা জিনিয়ে এরইমধ্যে সরকারি বার্তা পাঠিয়েছেন।
যেসব বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার সদস্য ওই শোক বই স্বাক্ষরের জন্য দূতাবাসে আগমন করেছেন বা শোকবার্তা পাঠিয়েছেন তাদের প্রতি কুয়েতের বাংলাদেশ দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.