দেশচিন্তা ডেস্ক: চলতি মৌসুমে কক্সবাজার জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন রেকর্ড করা তাপমাত্রা। একইসঙ্গে প্রায় ১৫-২০ কিমি বেগে বাতাস বইছে। তাই শিশু ও বয়স্কদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ যত্ন নেয়ার অনুরোধ করছি।’
হান্নান আরও বলেন, ‘সোমবার (৫ জানুয়ারি) টেকনাফ এবং বান্দরবানে উত্তর বঙ্গের চেয়েও তাপমাত্রা কম ছিল, যা সচরাচার দেখা যায় না। শহরাঞ্চলের চেয়ে গ্রামের দিকে তাপমাত্রা আরও কম। দিনের বেলায় কম সময় রোদ থাকায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে পারছে না, এজন্য অনুভূত তাপমাত্রা (ফিল লাইক তাপমাত্রা) যা আছে তার চেয়েও কম হয়, যা আমাদের শীতের তীব্রতাকে বাড়িয়ে দেয়।’
আবহাওয়া অধিদফতর চলতি মাসের শুরুতে দেয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.