দেশচিন্তা ডেস্ক: আটকের ২ দিন পর নিউইয়র্কের আদালতে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মাদক-সন্ত্রাস, ষড়যন্ত্র এবং অর্থ পাচারসহ একাধিক গুরুতর মার্কিন ফেডারেল অপরাধে অভিযুক্ত মাদুরো আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।’
সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটন ফেডারেল আদালতে শুনানির সময় তিনি এসব কথা বলেন। এসময় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজের প্রেসিডেন্সি পদের বৈধতা তুলে ধরেন।
আদালত কক্ষে প্রবেশের সময় ৬৩ বছর বয়সি মাদুরোর পরনে ছিল কমলা রঙের শার্ট ও বেইজ রঙের প্যান্ট। দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় তিনি বিচারককে জানান, শনিবার (৩ জানুয়ারি) তাকে কারাকাসের নিজ বাড়ি থেকে ‘অপহরণ’ করে আনা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং এখানে আমাকে বন্দি করে রাখা হয়েছে।’
তবে প্রায় এক যুগ ধরে দেশ শাসন করা এই নেতার বক্তব্যে বাগড়া দিয়ে বিচারক তাকে শুধুমাত্র নিজের নাম বলার নির্দেশ দেন এবং জানান যে তার শাসনের দিন শেষ হয়েছে।
মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে আদালত তাদের দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন ১৭ মার্চ। অন্যদিকে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। সেখানে মাদুরোর সাবেক ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.