দেশচিন্তা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা।
সোমবার (৫ জানুয়ারি) দল দুটির নেতারা পৃথকভাবে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
পরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট ও জাতীয় সরকার প্রসঙ্গে কথা হয়েছে। সংসদে ক্ষমতায় যেই থাকুক, বিরোধী দল যেই থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক থাকতে হবে বলে আলোচনা হয়েছে। তবে অভ্যন্তরীণ পলিসি নিয়ে ডিবেট হবে। এমন রাজনীতি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।
দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে রাষ্ট্র কাঠামো কী হবে, ঢাকা শহর থেকে চাপ কমাতে কী করা যায়, বেকারত্ব কীভাবে কমানো যায়, এসব নিয়ে কথা হয়েছে। আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম চালু করতে চাই, আমরা চাই ডিবেট হবে পলিসি নিয়ে।
এছাড়া অধীনতামূলক কোনো সম্পর্কে বাংলাদেশ জড়াবে না। ভারত যা-ই বলবে বাংলাদেশের মানুষ তা-ই মাথা পেতে নেবে; সেই দিন শেষ। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, বৈঠকে এমন কথা হয়েছে বলে জানান এবি পার্টির সাধারণ সম্পাদক।
অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমকর্মীদের বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ভূমিকা দেখতে চাই। বিগত দিনের সমন্বয় ও সম্পর্ক আগামীতে বহাল রাখার প্রত্যয় জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.