দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের পাঁচলাইশে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কারিগরদের কাছ থেকে আনুমানিক ৪২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে মাঠে কাজ করছে পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, গতকাল রোববার বাসা থেকে তার কারিগররা কারখানায় আসছিলেন। পথে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ লিংক রোড এলাকায় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। ছিনতাইকারীর দলে প্রায় আট/দশজন সদস্য ছিল। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে আমার কর্মচারীদের জিম্মি করে তাদের কাছে থাকা ৪২ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মধ্যে একজনকে আমার কারিগরদের চিনতে পেরেছে। তাদের একজনের নাম সুমন। যে বিগত চার পাঁচ বছর আগেও আমার ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ডাকাতি করেছিল। তার পেশায় হলো স্বর্ণ ডাকাতি করা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.