দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের "ফিজিওথেরাপি এন্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিট" এর বিকালের শিফট আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি মেডিকেল সেন্টার উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর প্রাধান্যের ভিত্তিতে যেসব কাজ করেছি, এরমধ্যে মেডিকেল সেন্টারে সেবার মান বৃদ্ধি করা অন্যতম। চবি মেডিকেলে অনেকগুলো সেবা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সেবা প্রদান করতে আমরা বদ্ধপরিকর। উপাচার্য মেডিকেলে সুবিধা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন এবং সেবার মান আরও বাড়বে বলে আশ্বাস প্রদান করেন। উপাচার্য মেডিকেল সেন্টার উপদেষ্টা কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, চবি মেডিকেল সেন্টার আমাদের বিশ্ববিদ্যালয়ের অতি গুরুত্বপূর্ণ জায়গা। এজন্য আমরা মেডিকেল সেন্টারে সেবার বৃদ্ধির জন্য বেশকিছু উদ্যােগ গ্রহণ করেছি। কিছু কার্যক্রম দৃশ্যমান হয়েছে, আরও কাজ চলমান রয়েছে। এখন মেডিকেলে অনেকগুলো টেস্ট করা যায়। ফিজিওথেরাপি এন্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিটের বিকালের শিফট চালু হলে সেবার পরিধি আরও বাড়বে। আশা করি শিক্ষার্থীরা এর মাধ্যমে চিকিৎসা সেবা পাবে। এ কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ চাকসুর প্রতিনিধিবৃন্দ ও চবি মেডিকেলের সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
চবি মেডিকেল সেন্টারের "ফিজিওথেরাপি এন্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিট" এর ফিজিওথেরাপিস্ট জনাব মোহাম্মদ কামরুজ্জামান এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চবি চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ, মেডিকেল সেন্টারের ডাক্তারগণ, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.