দেশচিন্তা ডেস্ক: নির্বাচনে কেউ কেউ পেশিশক্তি ব্যবহারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আসন্ন নির্বাচনে আমরা বেশ কয়েকটি চ্যালেঞ্জ লক্ষ্য করছি। এর মধ্যে অন্যতম হচ্ছে- কোথাও কোথাও কেউ নিজেদের পেশিশক্তি ব্যবহারের চেষ্টা করছেন। তবে আমরা অত্যন্ত সহনশীলতা ও গণতন্ত্রের সৌন্দর্যের মধ্য দিয়েই নির্বাচন করতে চাই। পেশিশক্তি নয়, গালাগালি নয়- গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্য দিয়েই একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে কোথাও কোথাও ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রভিত্তিক সিসি ক্যামেরা বসানোর কথা থাকলেও এখনো তা স্থাপন করা হয়নি। আশা করি দ্রুত এসব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা জরুরি।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা হুমকি-ধমকি দিচ্ছেন, আমি মনে করি বক্তব্যের মাধ্যমেও কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন। কেউ কেউ বলছেন—‘ভোট দিতে পারবেন, কিন্তু ভোট রক্ষা করতে পারবেন না।’ এসব বক্তব্যের ভিডিও প্রমাণ রয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের মতো উৎসবমুখর ভোট আয়োজনের যে ঘোষণা দিয়েছেন, আমি আশা করি তা আমাদের বাউফল তথা পটুয়াখালী-২ আসনেও বাস্তবায়িত হবে। আমি বাউফলবাসীর প্রতি আহ্বান জানাই— আমরা সবাই মিলে ভোট দিতে যাব এবং ভোটকে একটি উৎসবে পরিণত করেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করব, ইনশাআল্লাহ।
বিজয় প্রসঙ্গে মাসুদ বলেন, আমি শতভাগ আশাবাদী যে বিজয় অর্জন করব। বাউফলবাসীর প্রতি আমার এই আস্থা রয়েছে। কারণ আমি বাউফলবাসীর সব দুর্যোগে, বিপদে-আপদে পাশে ছিলাম। অতীতে মায়েরা-বোনেরা ও ভাইদের যেকোনো দুর্যোগ, সংকট ও ক্রান্তিকালে তাদের সঙ্গে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। এই বিশ্বাস ও আস্থা আমি বাউফলবাসীর কাছ থেকে অর্জন করেছি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার। আসনটিতে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.