দেশচিন্তা ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় ও শেষ দিনেও শোক বইয়ে সই করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কূটনীতিকরা।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে সই করেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ছারছীনা দরবার শরিফের পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ।
এছাড়াও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন, ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি, শ্রীলঙ্কার হাইকমিশনার ও আগা খান ফাউন্ডেশন প্রতিনিধিরা শোক বইয়ে স্বাক্ষর করেন।
সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে তিন দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গত দুদিন ৩০ ও ৩১ ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও কূটনীতিকরাসহ অনেকেই এতে সই করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.