দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যােগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এর আগে বাদ জোহর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
গায়েবানা জানাজা নামাজের পূর্বে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। আমাদের অনেক শিক্ষার্থী জানাজায় যেতে পারেনি, এজন্য আমরা এ গায়েবানা জানাজা নামাজের আয়োজন করেছি। সব মানুষ যাকে ভালোবাসে আল্লাহ নিশ্চয় তাকে ক্ষমা করবে। আমরা দোয়া করি, আপনারাও সবাই খাস দিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উঁনাকে জান্নাতবাসী করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, হলসমূহের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, চাকসুর ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হল সংসদসমূহের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, চবি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সর্বস্তরের জনগণ। দোয়া, মোনাজাত ও গায়েবানা জানাজা নামাজ পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.