দেশচিন্তা ডেস্ক: একের পর এক জয় নিয়ে টেবিলের উপরের দিকে উঠতে থাকা অ্যাস্টন ভিলাকে অবশেষে থামানো গিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আর্সেনালের কাছে উড়ে যায় তারা। তাদের অন্য ম্যাচে চেলসি বোর্নেমাউথের সঙ্গে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছে ওলভসের সঙ্গে।
এমিরেটস স্টেডিয়ামে ভিলার বিপক্ষে সহজ জয় পায় আর্তেতার দল। ম্যাচে চার গোল হজমের পর, শেষ মুহূর্তে এক গোল শোধ করে ভিলা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৮তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেস।
তার চার মিনিট পরই মার্টিন জুবিমেন্ডি গানারদের হয়ে দ্বিতীয় গোল করেন। ৬৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ড এবং ৭৮তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোল আর্সেনালের বড় জয় নিশ্চিত করে। যোগ করা সময়ে ওয়াটকিংস ভিলার হয়ে একটি গোল শোধ দেয়।
এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল আর্সেনাল। ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।
চেলসি ২-২ বোর্নেমাউথ
রাতের আরেক ম্যাচে বোর্নেমাউথের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। ম্যাচের ষষ্ঠ মিনিটে ব্রুকসের গোলে এগিয়ে সফরকারীরা। তবে কোল পালমার ও এঞ্জো ফার্নান্দেজের গোলে লিড পেয়ে যায় চেলসি।
কিন্তু প্রথমার্ধেই সমতায় ফেরে বোর্নেমাউথ। ২৭ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের গোল বোর্নেমাউথকে এক পয়েন্ট এনে দেয়। ম্যাচের বাকি থাকা এক ঘণ্টায় কোনো দল গোল করতে পারেনি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে চেলসি।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে লিগের সবচেয়ে বাজে দল ওলভসের বিপক্ষে। গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ৩০ পয়েন্ট নিয়ে চেলসির পরের অবস্থানে রয়েছে আমোরিমের দল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.