দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ অ্যালামনাইয়ের উদ্যোগে বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ রহমতগঞ্জের মোড়ে সংগঠনের অফিসের সামনে চবি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জমায়েত, শোভাযাত্রা, কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করার হয়। সংগঠনের সভাপতি গোলাম জিলানী চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে গত ১৮ নভেম্বর বিকাল তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ মোড় হতে একটি শোভাযাত্রা আন্দরকিল্লা হয়ে সংগঠনে অফিসে এসে শেষ হয়ে অফিসে কেক কাটার মাধ্যমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় চাকসু সাবেক জি এস, চবি এলামনাইয়ের সভাপতি গোলাম জিলানী চৌধুরী এক বক্তব্য বলেন, শিক্ষাক্ষেত্রে দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের অন্যতম প্রতিষ্টান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা অবশ্যই মূল্যায়ন ও গর্ববোধ করি। দেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চবি’র প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে একটা মেলবন্ধন করার জন্য আমাদের এই চবি এলামনাই গঠন করি। এ সংগঠন শুধু সাংগঠনিক তৎপরতা মধ্যে সীমাবদ্ধ না থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বের একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা চবি প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একযোগে কাজ করবো। একটা দৃশ্যমান মেলবন্ধন তৈরি করে চবি এলামনাই এগিয়ে যাবে। এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। চাকসুর সাবেক নেতৃবৃন্দদের নিয়ে সংগঠন এগিয়ে গেছে এবং এগিয়ে যাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি স.ম নজরুল ইসলাম, প্রফেসর রাশেদা খানম বেলা, ডক্টর মোহাম্মদ আবদুল গফুর, আ জ সাদেক, অরুণ কুমার দাস সাথী, শফিউল করিম চৌধুরী, অলক দাস, সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন খান, মোজতাবা কামাল, অ্যাডভোকেট শওকত নূর, সাংবাদিক সালাউদ্দিন রেজা, জাকির হোসেন, নুরুল ইসলাম খান, ফরিদুল আলম, মোহাম্মদ সালামত উল্লাহ, মনির আহমদ প্রফেসর মির্জা মোঃ শহীদুল্লাহ, সৈয়দ রেজাউল করিম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.