দেশচিন্তা নিউজ ডেস্ক:
বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর উদ্যোগে ৪ দিনব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদ্যাপনের ৩য় দিনে
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আজ ৯ নভেম্বর শনিবার বাদে মাগরিব বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে বায়তুশ শরফের পীর ছাহেব
বাহ্রুল উলূম শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সঃ) পরিবেশনের পর স্বরচিত তাহনিয়তনামা “নজরে আকিদাত”
পেশ করেন বায়তুশ শরফের পীর ছাহেব বাহ্রুল উলূম শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন
(মঃজিঃআঃ)।
সভাপতির ভাষণে বায়তুশ শরফের পীর ছাহেব বলেন-গুণীজনরা সমাজ সেবার মাধ্যমে সমাজকে আলোকিত
করেন। বাংলাদেশে অধ্যাত্মিকতার অনুশীলন ও চর্চার ইতিহাসে বায়তুশ শরফ স্বতন্ত্র মহিমায় ভাস্বর এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান।
পূর্ণ ইসলামি জীবন ব্যবস্থাকে আত্মস্থ করার মাধ্যমে তাসাউফের বিশুদ্ধ চর্চা এর দরবারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। প্রতিষ্ঠালগ্ন
থেকে এ দরবার মানুষের নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিশুদ্ধতার জন্য কাজ করে যাচ্ছে। গুনীজন সংবর্ধনা এ দরবারের
একটি উল্লেখযোগ্য কার্যক্রম। নব প্রজন্মকে ইসলামি আদর্শ চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে বায়তুশ শরফের
প্রধান রূপকার শ্রদ্ধেয় পীর ছাহেব, হাদিয়ে যামান শাহ্সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.) এ
সংবর্ধনা কর্মসূচীর প্রবর্তন করেন। গত ২৫ বছরে এ সংগঠনের পক্ষ হতে সর্বমোট ৯৮জন প্রথিতযশা ব্যক্তিকে সংবর্ধনা প্রদান
স্মরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন- মাসিক দ্বীন-দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ।
আজ বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে যে
তিনজন গুণীব্যক্তিকে সংবর্ধনা দেয়া হবে এবং একজন প্রয়াত গুণীকে স্মরণ করা হবে, তাঁরা হলেন- প্রখ্যাত আলেমে দ্বীন
হিসেবে কর্মজীবনের সূচনালগ্ন হতে সর্বপর্যায়ে ইসলামের সুমহান আদর্শের প্রচার-প্রসার, বিশুদ্ধ কুরআন-হাদিস চর্চা ও শিক্ষা
প্রদানের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর মাঝে স্বীয় ধর্মের সৌন্দর্য্য প্রস্ফুটিত করার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, । চিকিৎসা সেবার মাধ্যমে দুস্থ-মানবতার কল্যাণে বিশেষ অবদানের USTC চট্টগ্রামের শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ.জে.এম. সাদেক, যিনি জীবনের সূচনালগ্ন
থেকে সততা ও বিশ্বস্ততার মাধ্যমে আর্তমানবতার সেবা, শিক্ষার সম্প্রসারণ, ইসলামি সংস্কৃতির বিকাশ ও সমাজকল্যাণের
ক্ষেত্রে অনন্য অবদান মমতা, চট্টগ্রামের নির্বাহী প্রধান আলহাজ্ব রফিক আহমদ, চতুর্থ গুণীজন এমন এক ব্যক্তি, যিনি কর্ম জীবনের প্রথমলগ্ন থেকে সততা ও বিশ্বস্ততার সাথে সাংবাদিকতা পেশা অবলম্বনের মাধ্যমে সত্যের প্রকাশ, আর্তমানবতার সেবা, শিক্ষার সম্প্রসারণ ও
ইসলামি সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। তিনি হচ্ছেন মরহুম সাংবাদিক হেলাল হুমায়ুন। তাঁকে মরণোত্তর
স্মরণ ও সংবর্ধনা প্রদান করা হচ্ছে।
সভাপতির শুভেচ্ছা বাণী পাঠ করেন- বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমান
উল্লাহ খান, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন আলহাজ্ব লুৎফুল করিম, সাধারণ সম্পাদক, বায়তুশ শরফ আন্জুমনে
ইত্তেহাদ বাংলাদেশ, আহ্বায়কের কথা বলেন- মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ, গুণীজন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন
তালুকদার এর সম্মাননা পত্র পাঠ করেন-ইসলামিক ফাউন্ডেশন এর সাবেক বিভাগীয় পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল
হায়াত মুহাম্মদ তারেক, জনাব প্রফেসর ডা. এ.জে.এম. সাদেক এর সম্মাননা পত্র পাঠ করেন- শাহজাদা মাওলানা ছলাহ্
উদ্দিন বেলাল, বায়তুশ শরফ, চট্টগ্রাম, আলহাজ্ব রফিক আহমদ এর সম্মাননা পত্র পাঠ করেন মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক
আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ, মরহুম সাংবাদিক হেলাল হুমায়ুন এর সম্মাননা পত্র পাঠ করেন- ঈদে মিলাদুন্নবী (সা.)
উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঈদে মিলাদুন্নবী (সা.)
উদ্যাপন কমিটির আহ্বায়ক মাওলানা ওবাইদুল্লাহ, খতিব মাওলানা নুরুল ইসলাম, ড. মাওলানা ঈসা শাহেদী, চুনতী হাকিমিয়া
আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আতিক উল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা
মামুনুর রশিদ নুরী, মাওলানা কাজী জাফর আহমদ, শাহজাদা মাওলানা আব্দুল হাই নদভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এ.বি.কে
মহিউদ্দিন শামীম, আলহাজ্ব মিফতাহুল হুদা, আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল
ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম খান, মাওলানা আবু তাহের, মাওলানা ফরহাত আলম, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক
ছলিম উদ্দিন, মাওলানা সিরাজুল হক নদভী, মাওলানা মোহাম্মদ মূসা, ইঞ্জিনিয়ার আবু তাহের, আলহাজ্ব নাসির উদ্দিন,
মাওলানা হাফেজ নিজাম উদ্দীন, মাওলানা কাজী শিহাব উদ্দীন, শাহজাদা মোহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা আব্দুশ শাকুর,
মাওলানা নুরুদ্দীন মাহমুদ ও এহছানুল হক মিলন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ্ব
মুহাম্মদ জাফর উল্লাহ। বহু শিক্ষাবিদ, ভক্ত ও অনুরক্তদের পদচারণায় বাদ মাগরিব থেকে বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণ
উৎসব মুখর হয়ে উঠে।
পরিশেষে বায়তুশ শরফের মাননীয় পীর ছাহেব বাহরুল উলুম শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন
(মঃজিঃআঃ) দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.