দেশচিন্তা ডেস্ক: বিশ্বখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য কিউরে’র গিটারিস্ট ও কিবোর্ড বাদক পেরি ব্যামন্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
দ্য কিউর জানায়, লন্ডনের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মারা গেছেন পেরি। ব্যান্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়, অত্যন্ত শান্ত, নিবিড় ও সৃজনশীল একজন মানুষ ছিলেন আমাদের পেরি; যিনি ছিলেন ব্যান্ডের ইতিহাসের এক অপরিহার্য অংশ।
পেরি ব্যামন্টের সঙ্গে দ্য কিউরের সম্পর্ক দীর্ঘ চার দশকের। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ব্যান্ডের সঙ্গে একাধারে গিটার ও কিবোর্ড বাদক হিসেবে কাজ করে গেছেন। এরপর ১৯৯০ সালে তিনি ব্যান্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যুক্ত হন। ছিলেন বাঁহাতি গিটারিস্ট। দীর্ঘ ১৪ বছরে ব্যান্ডের হয়ে ৪০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছেন তিনি। ১৯৯২ সালের বিখ্যাত অ্যালবাম ‘উইশ’ থেকে শুরু করে ২০০৪ সালের ‘দ্য কিউর’ অ্যালবাম পর্যন্ত অনেক জনপ্রিয় কাজে তার গিটার, সিক্স-স্ট্রিং বে্জ গিটার এবং কিবোর্ডের সুর রয়েছে।
মাঝপথে বিরতির পর ২০২২ সালে তিনি আবারও ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। তার মৃত্যুর আগে ব্যান্ডের একটি স্মরণীয় মুহূর্ত ছিল ২০২৪ সালের ১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য শো অফ আ লস্ট ওয়ার্ল্ড’ কনসার্টটি।
পেরি ব্যামন্টের জন্ম ১৯৬০ সালে লন্ডনে। তার ছোট ভাই ড্যারিল ব্যামন্টও এই ব্যান্ডের ট্যুর ম্যানেজার হিসেবে কাজ করেছেন। প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দ্য কিউর সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.