দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,
মহান বিজয়ের মাস হিসেবে চট্টগ্রাম মহানগরী জামায়াত আজ আয়োজন করেছে দেশাত্মবোধক গানের রোড শো। সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিনোদনের পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম প্রকাশ করতেই আজকের আয়োজন। দেশাত্মবোধক গানের মাধ্যমে দেশের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি এবং স্বাধীনতা- সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের অনুভূতি জাগাতেই আজকের আয়োজন।
শুক্রবার (বিকাল ৩ টায়) জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর উদ্যােগে দেশাত্মবোধক গানের রোড শো অনুষ্ঠান উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল-সবুজের পতাকাকে সমুন্নত রেখেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে বিজয়ের মাসে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ এবং চুয়ান্ন বছরের গ্লানি মুছে দিয়ে নতুন বাংলাদেশ গঠনে চব্বিশের জুলাই বিপ্লবের ইতিহাসকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে। চট্টগ্রাম থেকে সে ঐক্যের ডাক দেয়ার লক্ষেই আজকের এ আয়োজন।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস ও আত্মত্যাগের পাশাপাশি শহীদ আবু সাঈদ, শহীদ আবরার ফাহাদ ও শহীদ শরিফ উসমান হাদীসহ ফ্যাসিবাদ বিরোধী ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের ইতিহাস ও আত্মত্যাগকে ধারণ করেই নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ তীব্র থেকে তীব্রতর করতে হবে। দেশের মাটি, খাল-বিল, নদী-সমুদ্র, পরিবেশ-প্রকৃতি এবং নারী-পুরুষ-হিজড়াসহ সকল মানুষের প্রতি মমত্ববোধকে জাগিয়ে তুলেই সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।
উক্ত উদ্বোধনী দেশাত্মবোধক গানের রোড শো অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাচঁলাইশ আমীর মাহবুবুল হাসান রুমী, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান কবি আব্দুল গফুর প্রমুখ।
শুক্রবার বিকাল ৩ টায় থেকে মহান বিজয় দিবসের মাস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যােগে চট্টগ্রাম শহরে ট্রাকে করে দেশাত্মবোধক গানের রোড শো অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ দেশাত্মবোধক গান পরিবেশনা করেন।
শহরের জামিয়াতুল ফালাহ থেকে শুরু করে একটি ট্রাক সিআরবি মোড়, বাদামতল মোড়, বড় পোল, বন্দর মোড়, ইপিজেড মোড়, কাঠগড় মোড়, সিবীচ পর্যান্ত।
অপর আর একটি ট্রাক নিউমার্কেট, আন্দরকিল্লা মোড়, গুলজার মোড়, বহদ্দারহাট, কালামিয়া বাজার ও নতুন ব্রীজ গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.