দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিসহ গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আদর্শিক রাজনীতির বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার সকালে একটি কমিনিউটি সেন্টারে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, জনসেবামূলক কার্যক্রম এবং মানুষের নৈতিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিশেষ করে তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা আমির শাহরিয়ার চৌধুরী বলেন, কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামী সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু তাহের চৌধুরী, উপজেলা সেক্রেটারি নুরুল আমিন এবং জামায়াত নেতা গোলাম কবির। বক্তারা সংগঠনের দায়িত্বশীলদের দাওয়াতি কাজ জোরদার করা, সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.