দেশচিন্তা ডেস্ক: আন্তর্জাতিক বিশ্বতানের শীতের গীত-২০২৫ শীর্ষক দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, আলোচনা সভা, গুণীজন ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা এবং শীতের পিঠাপুলি উদ্যোক্তাদের ২০ টা স্টল, একটা চিকিৎসা ক্যাম্প গত ২৩ শে ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিশ্বতানের সভাপতি বিশিষ্ট তবলা, সঙ্গীত শিল্পী, উদ্যোক্তা নরেন সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি মনোনিত এমপি পদপ্রার্থী আবু সুফিয়ান। এতে আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রাক্তন সফল মন্ত্রী সাংসদ জননেতা মরহুম আবদুল্লাহ আল নোমানকে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গ্লোবাল বাংলাদেশের জেনারেল সেক্রেটারি সৈয়দ মোস্তাফা আলম মাসুম। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ঈমাম হোসাইন। এতে আইকনিক অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আবৃত্তিশিল্পী উপস্হাপিকা নাহিদা আক্তার নাজু, বিচারক বিশিষ্ট আর্টিস্ট ডিজাইনার এন্ড ক্যালিগ্রাফার আলী আহমদ, আর্ট এন্ড কালচারের মাস্টার ট্রেইনার শুভাশীষ দে প্রমুখ। সংগঠনের সহ সভাপতি ফারহানা আফরোজ কম্বল বিতরণ করেন এবং একজন প্রতিবন্ধীকে উইলচেয়ার দেয়ার ঘোষণা দেন।এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা সালাউদ্দীন কাদের লাভলু, এস.বি.সুমি, নিলুফা, শীলা, অপর্ণা, নিভু, সুপ্রিয়া, শংকর, পম্পি, জনার্ধন, রুনা, তুষার, শিমুল, তুষ্টি, বর্ষা, ২০০০ ব্যাচ বন্ধুরা, স্কীন কেয়ার প্রোডাক্ট কেয়ারের মিতা রহমান ও মায়ের দোয়া’র রোজিনা ইয়াসমিন রুমা। ধন্যবাদ জ্ঞাপন করেন মাইনূল হাসান অভি-এড. ফোরকান রাসেল-এতে একক, দলীয় গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত ও সংগঠনের শিল্পীবৃন্দ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমস্ত অসুর ও অশুভ কাজ বিতাড়ন করার জন্য সুর,সঙ্গীত ও সংস্কৃতির বিকল্প নেই। তিনি বলেন শিশু কিশোরদের সুশিক্ষাকে বেগবান করতে পরিশুদ্ধ বাঙালী সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তিনি নতুন প্রজন্মকে এদেশের স্বাধীনতার ইতিহাস জানা ও দেশপ্রেমে উদুদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আন্তর্জাতিক বিশ্বতান পরিবারকে ধন্যবাদ জানান। ৬ ঋতুর এই বৈচিত্র্যময় বাংলাদেশে শীত নিয়ে বর্ণাঢ্য শীতের গীত শীর্ষক মনোমুগ্ধকর সাংস্কৃতিক উৎসব উপহার দেয়ার জন্য।বিশেষ করে যান্ত্রিক এই ব্যস্ততম যুগে আমাদের যেখানে তেমন কোন অবসরের সৃযোগ নেই। সেখানে এই পরিশুদ্ধ সংস্কৃতিই আমাদেরকে একটু নির্মল আনন্দের খোরাক দিতে পারে, মনকে প্রশান্তি দিতে পারে। সভা শেষে চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ও নতুন কুঁড়িতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.