দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৩টি দোকান পুড়ে গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের দৌলত মুন্সিরহাট বাজারের খোরশেদ বীজ ভান্ডারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে দৌলত মুন্সিরহাট বাজারের খোরশেদ বীজ ভাণ্ডারে দুর্বৃত্তরা আগুন দেয়।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে খোরশেদের কীটনাশক ও বীজের দোকান, রুবেলের টেইলারিং দোকান, মাহাবু সওদাগরের গুদামে থাকা মালপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোরশেদ বিজ ভাণ্ডারের মালিক খোরশেদ জানান, তার দোকানে সবচেয়ে বেশি মালামাল ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার দোকানে আগুন দিয়েছে বলে তিনি দাবি করেন।
দৌলত মুন্সিরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক সাইম উদ্দিন কালের কণ্ঠকে জানান, অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিগত ৪মাস আগেও পুর্বশত্রুতার জেরে খোরশেদ বীজ ভাণ্ডারে আগুন দেওয়া হয়েছিল।
খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.