দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘এমপিএইচ (মাস্টার অব পাবলিক হেলথ) কোর্স কারিকুলাম পর্যালোচনা এবং হালনাগাদকরণ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে।
সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ এবং আইইডিসিআর এর সাবেক পরিচালক প্রফেসর ড. মো: মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিভাসু’র প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রভাষক ডা: জাহান আরা।
অনুষ্ঠানে প্রফেসর ড. মো: আহসানুল হক এমপিএইচ কোর্স কারিকুলামের বর্তমান রূপরেখা তুলেন ধরেন এবং প্রস্তাবিত আপডেটগুলো উপস্থাপন করেন। তারপর অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন।
দুইটি টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এমপিএইচ কোর্স কারিকুলাম ও প্রস্তাবিত আপডেটগুলো পর্যালোচনা করেন এবং উক্ত কোর্স কারিকুলামকে কিভাবে আরো সময়োপযোগী করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউট থেকে এমপিএইচ ডিগ্রি প্রদান করা হয়ে থাকে।
আপনার বিশ্বস্ত,
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.