চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষার "বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান-২০১৯''এ প্রধান ধর্মদেশকের সদ্ধর্মালোচনা কালে অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ডক্টর জিনবোধি মহাস্থবির উপমহাদেশের প্রাতঃস্মরণীয় সংঘমনীষা, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের ভূতপূর্ব অধ্যক্ষদ্বয়: অগ্রমহাপন্ডিত অধ্যাপক ধর্মবংশ মহাস্থবির, শ্রীমৎ দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবির ও ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মহামান্য ভারতীয় সংঘরাজ পন্ডিত ধর্মাধার মহাস্থবির, ভান্তের উপসম্প্রদায় গুরু উপসংঘরাজ সুগতবংশ মহাস্থবির এবং জন্মদাতা পিতা মৃত. যামিনী বড়ুয়া, মাতা মৃত. স্নেহলতা বড়ুয়ার স্মরণে চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের শিক্ষা তহবিলে এককালীন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) স্মৃতিবৃত্তি প্রদানের ঘোষণা প্রদান করেন ২১ এপ্রিল।
উক্ত প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর চন্দনাইশস্থ উত্তর হাশিমপুর বন বিহারে তৎ প্রিয়শিষ্য, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা‘র চেয়ারম্যান ও সংগঠক ভদন্ত জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু মারফত ৫০,০০০/ - (পঞ্চাশ হাজার টাকা) চেক প্রদান করেন।
পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মতিক্রমে উক্ত চেক গ্রহণ করেছেন- সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রাক্তন সাধারণ সম্পাদক ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, সদস্য সুমনাবংশ ভিক্ষু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.