প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ণ
চট্টগ্রামে রেলওয়ের অবৈধ বসতি উচ্ছেদ

দেশচিন্তা নিউজ ডেস্ক:
রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের সিআরবি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এসব ঘরবাড়ি উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, অবৈধভাবে গড়ে ওঠা চট্টগ্রামের সিআরবির দক্ষিণ পাশে বেশ কিছু ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে। এর ফলে প্রায় ৩০ একর জমি উদ্ধার করা যাবে।এবং পাহাড়তলীর সেগুনবাগিচায়ও অবৈধভাবে গড়ে ওঠা বসতি আগামী ৯ অক্টোবর উচ্ছেদ করা হবে।সপ্তাহে দুই দিন করে এ অভিযান চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.