দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রামের টেরীবাজার চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট ১৯ সেমিফাইনাল খেলায় লালদিঘীর মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আবদুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম (কালু), মল 24 ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব হুমায়ন কবির (মানিক), টেরীবাজার ফ্রেন্ডস্ ডট কম’র সভাপতি আলহাজ্ব জামাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক মোঃ কফিল উদ্দীন, মোঃ আরফাত হোসেন (আরেফিন), মোহাম্মদ ইব্রাহিম, মোঃ শহিদুল ইসলাম (শহিদ)।
আজ ০২ অক্টোবর রোজ বুধবার সকাল ৬টায় অনুষ্ঠিত খেলায় ১ম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন টেরীবাজারের দু’শক্তিশালি দল সকাল ৬টার ২য় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন টেরীবাজারের দু’শক্তিশালি দল ঘোষ মার্কেট একাদশ বনাম হাজী দুদুমিয়া মার্কেট একাদশ । টানটান উত্তেজনার নিধারিত ৬০মিনিটের খেলায় হাজী দুদুমিয়া মার্কেট একাদশকে ১-২ গোলে পরাজিত করেন ঘোষ মার্কেট একাদশ জয় লাভ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে ঘোষ মার্কেট একাদশের অধিনায়ক মোঃ রকি।
দ্বিতীয় ম্যাচ সকাল ৭টায় রাজপরী ফুটবল একাদশ বনাম আমান আলী টাওয়ার একাদশ। টানটান উত্তেজনার নিধারিত ৬০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পেরে ম্যাচ সরাসরি ট্রাইবেকার গড়াই, ট্রাইবেকারে আমান আলী টাওয়ার একাদশকে ৪-৫ গোলে পরাজিত করেন রাজপরী ফুটবল একাদশ জয় লাভ করেন, ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে রাজপরী ফুটবল একাদশের গোলরক্ষক মোঃ জোবাইর । উল্লেখ্য- আগামী ১১ অক্টোবর রোজ জুমাবার বিকাল ৩টায় রাজপরী ফুটবল একাদশ বনাম ঘোষ মার্কেট একাদশ জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.