দেশচিন্তা ডেস্ক: ১৬ ডিসেম্বর (ম্ঙ্গ্লবার) মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬ ডিসেম্বর বিকালে লোহাগাড়াস্থ আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ মোটর স্টেশন প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন লোহাগাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবু সেলিম চৌধুরী,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহবায়ক মাষ্টার শাহেদুল আনোয়ার চৌধুরী, এটিএম জাহেদ চৌধুরী, এম এ রহিম, এম এ কাশেম, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, জেলা ওলামা দলের আহবায়ক আহবায়ক মাওলানা মুজিবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমদ, সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আনছার উদ্দিন উদ্দিন, শাহ আলম, মামুনুর রশিদ চৌধুরী, এ্যাডভোকেট এরফানুর রহমান, মোরশেদুল আলম চৌধুরী, নুরুল আলম জিকু, শহিদুল আলম, মোবারক হোসেন বাবু, রফিক আহমদ, ইদ্রিস সিকদার, নেজাম উদ্দিন মেম্বার,আনোয়ার হোসেন চৌধুরী, নুরুল কবির সওদাগর, জাহাঙ্গীর আলম মেম্বার, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবুল হাসেম, এ্যাডভোকেট এহসানুল হক, ইমামুল আবেদীন চৌধুরী রিপন, এস এম সাহাব উদ্দিন, ইসমাইল হোসেন সাঈদ, নাছির উদ্দিন, নুরুল আলম কোম্পানী,উপজেলা যুবদল নেতা আবু তালেব রুবেল, জাহাঙ্গীর আলম, তাজউদ্দিন আল নাজের, গিয়াস উদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন, মোরশেদ আলম, ইশফাক উদ্দিন চৌধুরী ইভু, নজরুল ইসলাম, বাহাদুর চৌধুরী, জহিরুল ইসলাম, সেলিম উদ্দিন খান, গিয়াস উদ্দিন, সিহাব উদ্দিন, মোঃ মুন্না, আবু হেনা, নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জকরিয়া, সাধারণ সম্পাদক ইসহাক কোম্পানী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শোয়াইবুল ইসলাম, সদস্য এহসান আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হেসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, হেলাল উদ্দিন, সোহেল মাহমুদ তুষার সাইফুল ইসলাম, শাকিল মাহমুদ নয়ন, তৈয়ব খান, উপজেলা ছাত্রদল নেতা রিয়াদ খান, কায়েস উদ্দিন, মহিউদ্দিন, মোঃ রাসেল, তাজুল ইসলাম, সিয়ামুল হক সায়েম, শহিদুল ইসলাম, আরমান উদ্দিন, মোঃ এহসান, কলেজ ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন ইমন, সাকিব আল হাসান প্রমুখ। উক্ত বিজয় র্যালী ও শ্রদ্ধা নিবেদনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭১ সালে যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে জনগন স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন বিজয়ের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা আজও পূরণ হয়নি। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে দেশী-বিদেশী চক্রান্তকারীরা এখনো সক্রিয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, তা বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে। গুম, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলায় লাখো মানুষকে হয়রানি করে রাষ্ট্রকে কার্যত দমন-পীড়নের যন্ত্রে পরিণত করা হয়েছিল। আজও বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্ত অব্যহত রয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.