দেশচিন্তা ডেস্ক: আট দফা দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে মূল ফটক, প্রশাসনিক ও একাডেমি ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। ফলে শিক্ষক ও কর্মচারীদের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘নয় মাস আগে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করি। তখন কৃষি উপদেষ্টা দাবিগুলো বাস্তবায়নে আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি।’
দাবিগুলো বাস্তবায়ন না হওয়াতে আমরা পরীক্ষা বাদ দিয়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন চলাকালীন পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি চলবে।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করাসহ আট দফা দাবি আদায়ে আমাদের এই আন্দোলন চলছে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.