দেশচিন্তা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন, সহকারী ডিন, শিক্ষক-শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি জাতি অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের অশ্রু ও নির্যাতনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি আত্মপরিচয়, একটি মূল্যবোধ, একটি দায়িত্ব। মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, মানবিক মর্যাদা রক্ষা করতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে। এই চেতনা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি প্রজন্মের মধ্যে তা নবায়িত হতে হবে। আমরা দেখেছি, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়েও যখনই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে, তখনই তরুণ সমাজ জেগে উঠেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সেই ঐতিহাসিক ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে ছাত্র-জনতা শান্তিপূর্ণ ও সাহসী অবস্থানের মাধ্যমে ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এটি প্রমাণ করে—মুক্তিযুদ্ধের চেতনা আজও আমাদের সমাজে জীবন্ত ও কার্যকর। একটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির দায়িত্ব হলো মুক্তচিন্তা, মানবিকতা ও দেশপ্রেমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। বিজয় দিবসে আমরা শপথ গ্রহণ করি—শিক্ষা, গবেষণা ও নৈতিকতার মাধ্যমে একটি উন্নত, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সর্বোচ্চ অবদান রাখব।
এসময় বক্তব্য প্রদান করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা কোনো একদিনে পাওয়া সহজ অর্জন নয়, এটি দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের ফল। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো মানে তাঁদের আদর্শকে নিজেদের কর্মে ধারণ করা। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় মুক্তিযুদ্ধের চেতনা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর অমল ভূষণ নাগ, প্রকৌশল অনুষদের প্রফেসর ড. মিহির কুমার রায়, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, ইইই বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক, গণিত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন, স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসিম উদ্দিন, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. জাহেদুল ইসলাম, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর জনাব বদরুল হাসান আউয়াল, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর জনাব আবদুল্লাহ আল মোজাহিদ, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব তাসনিম সুলতানা, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত, এইচআরএম ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রহিমা বেগম, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব কুহেলী চৌধুরী ও প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.