দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে খাগড়াছড়ি সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।
আটক ব্যক্তিরা হলেন, জেলা যুবলীগের সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী হাবিবুর রহমান হাবিব এবং যুবলীগকর্মী মো. রুবেল।
পুলিশ জানায়, আটককৃতদের একজনকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এবং অপর দুইজনকে শহরের শান্তিনগর ও কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃত মো. রুবেল একটি মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি কায় কিসলু আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট’ ফেজ-টু অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.