দেশচিন্তা ডেস্ক: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
জানা গেছে, নাজমুল মোস্তফা আমিন আজ (শনিবার) বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। সাতকানিয়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সবই করা হবে।
এই বিষয়ে মন্তব্য জানতে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.