
দেশচিন্তা নিউজ ডেস্ক:
২৬ ও ২৭ সেপ্টেম্বর দুই দিনের সাংস্কৃতিক সফরে বাংলাদেশের চট্টগ্রামে আসলেন ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার সাত জন কবি, সাহিত্যিক ও ইতিহাস গবেষক। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) এর আমন্ত্রণে এই কবি সাহিত্যিকরা চট্টগ্রামে আসেন। ২৬ সেপ্টেম্বর নগরী চকবাজার মেরন সান স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চ ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে সাহিত্য বিষয়ক আলোচনা সভা ও সেমিনারে অতিথিরা অংশগ্রহণ করেন। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি আয়োজিত পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারেও অংশগ্রহণ করেন। দুই অনুষ্ঠানে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারত থেকে আগত সাত জন কবি, সাহিত্যিক ও ইতিহাস গবেষকদের সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদেরকে বই সামগ্রী, উত্তরীয়, মানপত্র ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। ভারত থেকে আগত সাত জন অতিথিরা হলেন, বিশিষ্ট পরিবেশবিদ ও প্রাক্তন ভারতীয় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, নাট্য অভিনেতা মি. জয়ন্ত রসিক, আমেরিকান প্রবাসী, আন্তর্জাতিক খ্যাতিমান শিক্ষাবিদ কবি ড. মনোরমা পোল্ল্যে, বিশিষ্ট গল্পকার শেখ আবদুল মান্নান, বিশিষ্ট কবি মানিক দে, বিশিষ্ট কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. আশিস কুমার নন্দী, বিশিষ্ট কবি অমর কুমার দাশ, আবৃত্তি শিল্পী রিক্তা মন্ডল। সভায় বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক বন্ধন ও মাতৃভাষায় সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেন। মাতৃভাষাকে আক্রান্ত করে অন্য ভাষায় সাহিত্য লালন-পালন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাতৃভাষা বাংলা সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস চর্চায় বর্তমান প্রজন্মকে এগিয়ে আনার আহ্বান জানান।