দেশচিন্তা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করার পর ফাঁকা হওয়া তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেন।
ফাঁকা হওয়া এই মন্ত্রণালয়গুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। তিনি শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন এ দায়িত্ব পালন করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। তিনি এরইমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল। এর আগে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.