দেশচিন্তা ডেস্ক: প্রথমবার পপ সংগীতশিল্পী শাকিরার দুই ছেলে মিলান ও শাশা তারই কনসার্টে মাইক হাতে মায়ের সাথে গান গাইল। মা ও সন্তানদের এই সুন্দর মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শাকিরা নিজেই এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন।
বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা তার ওয়ার্ল্ড ট্যুরের একটি কনসার্টে একটি আবেগঘন মুহূর্ত উপহার দিয়েছেন। শাকিরা তার জনপ্রিয় গান অ্যাক্রস্টিক লাইভ পরিবেশনায় প্রথমবারের মতো তার ছেলে মিলান (১২) ও শাশা (১০)-কে তার পাশে নিয়ে গেয়েছেন।
এই মুহূর্তটি দর্শকদের কাছে এক মধুর এবং হৃদয়গ্রাহী দৃশ্যে পরিণত হয়েছে। কনসার্টের মঞ্চটি বিশেষ হয়ে উঠেছে যখন মা ও ছেলেরা মিলিয়ে গাওয়া গানটি আবেগ উদ্রেক করেছে, এবং উপস্থিত দর্শকরা তাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
শাকিরা ক্যাপশনে লিখেছেন, ‘বুয়েনস আয়ার্স, এই মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ যা আমাদের চিরকাল মনে থাকবে। আমার বাচ্চাদের সাথে গান গাওয়া এবং তাদের ভেতরে যে গানগুলো বহন করে তা প্রকাশ করা একটি ম্যাজিক ছিল; যখন পুরো পরিবারকে গান গাইতে এবং একসঙ্গে দেখা যায়!
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.