আজ : বৃহস্পতিবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খুব শিগগির আমাদের নেতা আসবেন: মির্জা ফখরুল

দেশচিন্তা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতারা উপস্থিত আছেন; আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। ’আমাদের নেতা যেদিন আমাদের কাছে আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন; সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে…পারবেন তো। ইনশাআল্লাহ-সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গড়ার সুযোগ পেয়েছি। প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবো, যে সংসদ বাংলাদেশকে নতুর দিগন্তের দিকে নিয়ে যাবে।’

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই। এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট নিরপেক্ষ হবে। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। কে মনোনয়ন পেলো কে পেলো না, তা চিন্তা করার সময় এখন নেই। দলকে সামনে নেয়ার চিন্তা করতে হবে।’

মহাসচিব বলেন, ‘নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে।’

তিনি বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপি’র হাত ধরে। মামলা, গ্রেফতার, গুম, খুনের বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের শেষদিকে এখন বিএনপিকে সরকার গঠন করতে হবে; বিএনপি জাতিকে সামনের দিকে নিয়ে যাবে।

সবকিছু ভুলে গিয়ে নির্বাচনে জয়লাভের সংগ্রামে জয়ী হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘অনেক বাধা, অপপ্রচার কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ আমাদের অস্তিত্ব। যারা ৭১ এর বিরুদ্ধে কথা বলার ঔদ্ধত্য দেখায় তারা আরেকটা ফ্যাসিজম চেপে বসানোর চেষ্টা করছে। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অপশক্তিকে রুখে দেবার লড়াই এখন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ