দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রবর্তক মোড়স্থ দ্বিতীয় ভবন থেকে জিইসি মোড়স্থ প্রধান ক্যাম্পাসে আমেরিকান কর্নার চট্টগ্রাম সফলভাবে স্থানান্তরিত হওয়ার পর নতুন ঠিকানায় প্রথমবারের মতো পরিদর্শন করলেন ইউ.এস. অ্যাম্বাসি অব বাংলাদেশের কাউন্সেলর ফর পাবলিক অ্যাফেয়ার্স মিস মনিকা সাই। ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১১:৩০টায় তিনি নব-স্থাপিত কর্নারের বিভিন্ন কার্যক্রম ও সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং কর্নারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির তাঁকে স্বাগত জানান। এছাড়া উপস্থিত ছিলেন ইউ.এস. অ্যাম্বাসির প্রতিনিধি জনাব শাহিনা সুলতানা ও জনাব গুলশান জেরিন আলম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আমেরিকান কর্নার চট্টগ্রামের লিগ্যাল মেইন কন্টাক্ট সহযোগী অধ্যাপক সাদাত জামান খান এবং কর্নারের কোঅর্ডিনেটর আর রাফি হোসেন।
পরিদর্শনের আগে উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন মিস মনিকা সাই। তিনি বলেন, আমেরিকান কর্নার চট্টগ্রাম শুধু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির সেতুবন্ধন নয়, বরং তরুণ প্রজন্মের জন্য নতুন জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের এক আধুনিক প্ল্যাটফর্ম। তিনি কর্নারের কার্যক্রমে প্রিমিয়ার ইউনিভার্সিটির ধারাবাহিক সহযোগিতা ও অঙ্গীকারের প্রশংসা করেন।
মতবিনিময় সভায় উপাচার্য প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় অগ্রগতি এবং বৈশ্বিক অংশীদারিত্ব বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্যোগ তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, আমেরিকান কর্নারের নতুন অবস্থান শিক্ষার্থীদের আরও অধিক সম্পৃক্ততা, একাডেমিক সাপোর্ট এবং আন্তর্জাতিক সম্পদে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে।
পরিদর্শন শেষে মিস মনিকা সাই আমেরিকান কর্নারের নতুন পরিবেশ, প্রযুক্তিনির্ভর অবকাঠামো, রিসোর্স সেন্টার এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.