দেশচিন্তা নিউজ ডেস্ক:
শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সেবক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন মঠ মন্দিরের সমন্বয়ে আজ ২৩ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, সাবেক মহানগর সাধারণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সেবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী। সংগঠনের সহ-সভাপতি শিল্পী তপন বৈদ্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিল্টন চৌধুরীর পরিচালনায় মন্দির চত্বরে অনুষ্ঠিত র্যালী পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নেপাল দাশ, সাংগঠনিক সম্পাদক শ্যামল দাশ রানা, ছাত্র বিষয়ক সম্পাদক রিমন চক্রবর্তী, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রীমৎ স্বামী সূর্যানন্দ ব্রক্ষচারী, অর্থ সম্পাদক সৌমেন দত্ত, দপ্তর সম্পাদক টিংকু দাশ, সহ-দপ্তর সম্পাদক দীলিপ দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক বিজয় চক্রবর্তী শাওন, উজ্জ্বল দাশ, সাংবাদিক হারাধন চৌধুরী, মানবেন্দ্র সেন কালু, ইমন চ্যাটার্জী, গৌরভ সেন প্রমুখ। সমাবেশে তপন চক্রবর্তী বলেন- যুগে যুগে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করার জন্য ভগবান নানা রুপে ধরাধামে এসেছেন। তারই অংশ হিসেবে ভগবানের পূর্ণ অবতার শ্রী কৃষ্ণ জন্মষ্ঠমীর তিতিতে জন্মগ্রহণ করেন। শ্রী কৃষ্ণ সর্বদা ন্যায়-নীতি ও শান্তি প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে মানবতার সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী মোড়ে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.