দেশচিন্তা ডেস্ক: জি-টেভ ও এর অঙ্গ সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস (BSW) এর উদ্যোগে “পরিবেশ সংরক্ষণে নারীদের অবদান” শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা আজ ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তি, তৈরি পোষাক শিল্পের প্রশিক্ষণার্থী ও বিভিন্ন এলাকা থেকে আগত নারী শিক্ষার্থী, প্রশিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারী পেশাজীবীরা অংশ নেন। জি-টেভ এর জলবায়ু সুরক্ষায় কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের করনীয় বিষয়ক নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব কর্মপদ্ধতির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত ও কার্যকর করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, পরিবারের পাশাপাশি শিল্পকারখানা, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি, গ্রিন ইঞ্জিনিয়ারিং এবং স্থানীয় পরিবেশ রক্ষায় নারীরা এখন নেতৃত্ব দিচ্ছেন। তারা আরও উল্লেখ করেন যে, সমাজের প্রত্যেক স্তরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। দিনব্যাপী এই কর্মশালায় পরিবেশবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গুরুত্ব, কারিগরি সেক্টরে সবুজ প্রযুক্তি, এবং জলবায়ুবান্ধব উন্নয়ন পরিকল্পনা নিয়ে একাধিক সেশন আয়োজন করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম, মশিউর ইসলাম রাজু,মোঃ এমরান হোসেন, আতিয়া খানম, মরিয়ম আক্তার সহ অন্যান্য প্রশিক্ষণার্থীরা।
জি-টেভ ও ওয়েল্ডিং সোসাইটি ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে নারী প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীদের নিয়ে আরও বৃহৎ পরিসরে পরিবেশ সচেতনতা কর্মসূচি পরিচালনা করার ইচ্ছে পোষণ করে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.