দেশচিন্তা ডেস্ক: ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মানবাধিকার সমাবেশ ও শোভাযাত্রা বিকেল তিনটায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী গ্যালারি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিকেল ৫টায়। বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এর সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ রইছ উদ্দিন প্রধান অতিথি এবং বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মতিউর রহমান সৌরভ প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জানে আলম রনি। বক্তব্য রাখেন সহ-সভাপতি নূরনবী মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী রাজু, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, লায়ন হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক লায়ন মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, দপ্তর সম্পাদক নুরজামাল চৌধুরী, শিক্ষা সম্পাদক আনিসুল ইসলাম, সম্পাদক মন্ডলীর লায়ন সুমন চক্রবর্তী, মোঃ মুত্তালিব হোসেন, রাব্বি হোসেন জাহিদ, মোঃ আলাউদ্দিন, নুরুল হক চৌধুরী, জসীমউদ্দীন কোম্পানি, সাবরীনা সাবা, আম্বিয়া নুপুর, শামীমা আক্তার, মৌ চৌধুরী, নাজমা আক্তার, আমেনা বেগম ডলি, সোমা মুৎসুদ্দি, মোস্তফা কামাল, যদু দাশ, মাহফুজুল ইসলাম ফাহাদ, আবু রায়হান প্রমুখ। প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন বলেন, সর্বস্তরের সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া এককভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে মানবাধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় তাই যার যার অবস্থান থেকে সকল নাগরিককে মানবাধিকার বাস্তবায়নে এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.