আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে- ১০ ডিসেম্বর অধিকারের মানববন্ধনে বক্তারা

দেশচিন্তা ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার উদ্যোগ’ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন— সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা হলে গণতন্ত্র পুনরুদ্ধার ও টেকসই হবে। মানবাধিকার সুরক্ষার পরিবেশ না থাকলে সামাজিক ন্যায়বিচার, জবাবদিহি ও রাষ্ট্রীয় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মত দেন তারা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকালে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এইচআরডি মুজিবুল্লাহ তুষার এবং সঞ্চালনায় ছিলেন মানবাধিকার কর্মী ওচমান জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—চট্টগ্রাম জজ কোর্টের সরকারি সহকারী কৌশলী রিদুয়ান রায়হান।
এছাড়া বক্তব্য দেন সাংবাদিক কামাল পারভেজ, কামরুল হুদা, সাইফী আনোয়ার, নজরুল ইসলাম, ইতিহাস গবেষক সোহেল ফখরুদ্দিন, সিদ্দিক আহমেদ, মানবাধিকার কর্মী ফৌজিয়া লোটন, রোকেয়া বেগম, জহির উদ্দিন, মীর বরকত, শাহজালালসহ অন্যরা।

গুম ও টর্চারের শিকার ভিকটিম পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বলি মনসুরের পুত্র বাদশা, গুম হওয়া জাহিদ হোসেনের মা, শামীম সরদারের স্ত্রী চম্পা বেগম, বাচা চেয়ারম্যানের পক্ষ থেকে জানে আলম, এবং টর্চার ভিকটিম সাজু আক্তার।

এছাড়া জুলাই যোদ্ধা আব্দুল হান্নান ও জমির উদ্দিনও মানববন্ধনে সংহতি জানান।

বক্তারা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত এবং মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের দৃঢ় ভূমিকার ওপর জোর দেন।প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ