দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, অতি শীগ্রই নির্বাচনের তফশীল ঘোষণা করা হবে। নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে। ভোটযুদ্ধ শুরু হয়ে গেছে। সবাইকে ভোটের প্রস্তুতি নিয়ে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণের সমর্থন নিয়ে আমরাই এই ভোট যুদ্ধে বিজয়ী হবো, ইনশাআল্লাহ। সংষ্কার কথা বলে, পিআর এর কথা বলে নির্বাচন বানচালের অনেক অপচেষ্টা করা হয়েছে। কিন্ত সকল ষড়যন্ত্র-চক্রান্ত ভেস্তে গেছে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন। জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কোরবানিগঞ্জ বলুয়ার দিঘির পাড় থেকে গণসংযোগ শুরু করে ঘাটফরহাদবেগ, খলিফাপাট্টি, সাবএরিয়া, সিরাজদ্দৌলা রোড, মাছুয়া ঝর্ণা হয়ে দিদার মার্কেট এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
এর পূর্বে তিনি বলুয়ার দিঘির পাড় কোরবানিগঞ্জ জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে ‘দোয়া ও মিলাদ মাহফিলে’ অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের আমূল পরিবর্তন হবে। শ্রমিক-কৃষক সহ সকল শ্রেণীপেশার মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে বিএনপি। প্রান্তিক কৃষকের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ, ভর্তুকি, প্রণোদনা, কৃষি বীমা ও স্বল্পব্যয়ে সেচ সুবিধা নিশ্চিত করা হবে। পরিবারের গৃহিণীদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সকল পরিবারকে বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ ও ক্ষুধামুক্তি ও দারিদ্র্য বিমোচন নিশ্চিত করা হবে। খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ বৃদ্ধি করা হবে এবং কৃষি সেচে পানি সংকট দূর করা হবে। গণভিত্তিক, বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী শিক্ষা চালু করা হবে। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তন আনা হবে। তাই নেতাকর্মীদের জনগণের জন্য গৃহীত এই কর্মসূচীগুলো সম্পর্কে জানতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি জনগণকেও কর্মসূচীগুলো সর্ম্পকে জানাতে হবে।
২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমেদের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির য্গ্মু আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, জাকির হোসেন, হেলাল চৌধুরী, এম আই চৌধুরী মামুন, ইউনুছ চৌধুরী হাকিম, এম এ হামিদ, গিয়াস উদ্দিন, নাজমুল হক নাজু, দিদারুল আলম স্বপন। বক্তব্য দেন হাসান আলি, মনসুর আলম, হাফিজুল ইসলাম মিলন, আসাদুর রহমান টিপু, মাহমুদ আলি,জামাল উদ্দিন, মো. হারুনর রশীদ, এন মো. রিমন, রুবেল চৌধুরী, কাজী মোহাম্মদ তানিম, মাহফুজুর রহমান মাসুম, মঈনুল ইসলাম আরমান,আরশে আজিম আরিফ, আব্বাস আলী খান, তাজ মোহাম্মদ, তোফাজ্জল হোসেন মানিক, মো. সাইফুদ্দিন, নাসির উদ্দিন, কাজল, মো. সবুর, মনির হোসেন, এরশাদ আলি, মো. ইয়াসিন, মো. সুমন, ওমর আলি রনি, মোঃ তৌহিদ, বাদশা চৌধুরী মো. সোলাইমান, আজগর আলী, মো. মুসা, রোম্মান হোসেন, এহসান আলি নকিব, সাকিব উল হোসাইন, টিপু সুলতান, সোহেল রানা, আরজু, শাকিল, আয়াজ বিন আলমগীর আবির, আবিদ আহসান খান, প্রিতম নন্দী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.