দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি পদে দৈনিক আমারদেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক পদে বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ৫ আগষ্ট ফ্যাসিবাদের পতনের পরবর্তী জেলা প্রশাসকের নেতৃত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব দীর্ঘদিন পর স্বরূপে ফিরে এসেছে। গণতান্ত্রিক ধারায় নির্বাচনের মাধ্যমে দায়িত্ব অর্পিত হয়েছে। আশা করি তাদের নেতৃত্বে চট্টগ্রামে গণমাধ্যমের স্বকীয়তা বজায় রেখে দল-মত, ধর্ম-বর্ণ সকলের বাস্তব চিত্র ফুটে উঠবে, ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.