হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে ‘বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে একটি র্যালি জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে কাটা পাহাড় প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, এইচআরডিএস চবি শাখার আহ্বায়ক তামীম আহমেদ শরীফ, সদস্যসচিব মহসিনসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা শুধু ১০ ডিসেম্বর এলে মানবাধিকার নিয়ে কথা বলি। কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে সবার আগে মানবিক হতে হবে। আমরা যদি ভয় পাই, তাহলে পরিবর্তন সম্ভব নয়। প্রত্যেকে নিজের জায়গা থেকে কথা বললে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব।
হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির চবি শাখার আহ্বায়ক তামীম আহমেদ শরীফ বলেন, ১৯৪৮ সালে বিশ্ব মানবাধিকার দিবস স্বীকৃত হয়। এরপর থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। মানবাধিকার লঙ্ঘন যেখানে ঘটে, সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইউনাইটেড নেশন্সের পক্ষ থেকে আমরা এই র্যালির আয়োজন করেছি।
চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, প্রতিবছর অসংখ্য মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। আমাদের বাস্তবতা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ প্রয়োজনীয় অধিকারও ঠিকমতো পাচ্ছে না। আমরা চাই প্রত্যেক মানুষ তার ক্ষুদ্রাতিক্ষুদ্র মানবাধিকারগুলোও নিশ্চিতভাবে পায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.