
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নবীন বরণ, বিদায় ও পুরস্কার বিতরণ আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বেলা ১০টায় চবি বিজ্ঞান অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চবি পরিসংখ্যান এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. উবাইদুর রব।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য কাজ সর্বোচ্চ চেষ্টা করেছি। ক্যাম্পাসে বর্তমানে খুবই ভালো একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এ পরিবেশ তৈরি করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রাণ। উপাচার্য বলেন, আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। নতুনদের এ সুন্দর নানন্দিক ক্যাম্পাসে অভিনন্দন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, হীনমন্যতায় ভুগবে না। নিজেকে সারাবিশ্বের সাথে প্রতিযোগিতা করার মতো যোগ্য করে গড়ে তুলতে হবে। সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ পেয়েছো, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এটা তোমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ডাটা এনালাইসিসের মাধ্যমে নিজেকে বিভাগের এম্বাসাডর হিসাবে যোগ্য করে গড়ে তুলো। আমাদের একাডেমিক কার্যক্রম চলছে। আগামী বছর থেকে আমাদের বিশ্ববিদ্যালয় OBE কারিকুলামে প্রবেশ করবে। তোমরা জ্ঞানের আলো দিয়ে নিজেকে বিকশিত করতে হবে। তোমরা মনোযোগ, অধ্যবসায় ও সৃজনশীলতা দিয়ে নিজেদের প্রস্তুত করো। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই বিভাগের গৌরব, তোমাদের সাফল্যই আমাদের প্রেরণা হবে। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এই বিভাগের নাম যেন তোমাদের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়, সেই দোয়া রইলো।
অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর মো. রোকনুজ্জামান, বিভাগের সাবেক শিক্ষার্থী হাদি হোসেন বাবুল, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।










