দেশচিন্তা ডেস্ক: সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়াকে উন্নয়নের মডেল হিসেবে রুপান্তর করতে চাই। সাতকানিয়া নলুয়ার প্রতিটি জনপদে আমি আগেও উন্নয়ন করেছিলাম, ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। রাস্তা, ঘাট, মসজিদ, মন্দির সংষ্কার অতীতের ন্যায় করবো। অমুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা চেষ্টা চালিয়ে যাবো। কেউ অন্যায় করতে পারবেনা। কারো অপরাধ প্রমাণিত হলে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে। ইসলামে নারীদের যে অধিকার দিয়েছে তা নিশ্চিত করে দাঁড়ি পাল্লায় ভোট দিন। আমরা ০৮ দলের বিজয়ের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চাই।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সমর্থনে াজ ৯ ডিসেম্বর সাতকানিয়া ০৩ নং নলুয়া ইউনিয়নের মক্তারকোম, নজুমিায়ার, পূর্ব নলুয়া, রুস্তম পাড়া, পশ্চিম নলুয়া আদর্শ পাড়া, ঘোনা পাড়া, হাজির পাড়া, তালতলসহ বিভিন্ন ওয়ার্ডে পথসভা, মহিলা সমাবেশ ও গসংযোগ করেন। 
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদের সদস্য ও ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সমাজ সেবা সেক্রেটারী মুহাম্মদ রফিক উদ্দীন, পতেঙ্গা থানা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা রুহুল আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আবুল হাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতকানিয়া উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসাইন, সাবেক সভাপতি আবুল হোসাইন, সাবেক চেয়ারম্যান আব্দুল কবির, আমিলাইষ ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, জামায়াত নেতা রহমত উল্লাহ, ইউনিয়ন সেক্রেটারি আবুল বশর, সহ-সেক্রেটারী জালাল উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ছাদেক হোছাইন, মুহাম্মদ ইউছুপ, নুরুল কবির, মুহাম্মদ জমির উদ্দিন, হারুনুর রশীদ, মোহাম্মদ তোফায়েল, মাহবুবুর রহমান, হাফেজ বোরহান উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.