আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের মেন্টর ও ব্যাটিং কোচ হচ্ছেন তুষার ইমরান

দেশচিন্তা ডেস্ক: আগে থেকেই কানাঘুষা চললেও বিপিএলের নিলামের দিনে সন্দেহ দানা বাঁধে। জাতীয় দলের ওপেনার নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে টানলেও বাদবাকি খেলোয়াড় টানায় মুন্সিয়ানার পরিচয় দিতে পারেনি চট্টগ্রাম রয়্যালস। এছাড়া বিদেশি খেলোয়াড় দলে টানার ব্যাপারেও ফ্র্যাঞ্চাইজিটি বাকিদের চেয়ে পিছিয়ে। বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অংশগ্রহণ নিয়েও সন্দেহ শুরু হয় যখন মেন্টরের পদ থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

সম্প্রতি গুঞ্জন দানা বেঁধেছে এবারের বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে চট্টগ্রাম রয়্যালস। এমন গুঞ্জনের প্রেক্ষিতে এবার বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম রয়্যালস নিশ্চিত করেছে, বিপিএলের ১২তম আসর থেকে তাদের সরে দাঁড়ানোর গুঞ্জনের সত্যতা নেই এবং কোনো গণমাধ্যমে বা বিসিবিকে এ ধরনের কোনো ঘোষণা তারা দেয়নি।

সেই বিবৃতিতে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি বলছে, ‘দলের অন্যতম মূল মূল্যবোধ হলো সততা এবং দল সেই মূল্যবোধ ধরে রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দলের ব্যবস্থাপনা ও পরিচালনার সঙ্গে যুক্ত সকল সদস্যই পেশাদারিত্বের সঙ্গে বিপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত। ব্যবস্থাপনায় নতুন সংযোজনের মাধ্যমে চট্টগ্রাম রয়্যালস বিপিএলে অংশগ্রহণের জন্য আশাবাদী এবং ১২তম আসরে সেরা পারফরম্যান্স উপহার দিতে মনোযোগী।’

নিলামের আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম মেন্টর হিসেবে ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম। কিন্তু সেই পদ থেকে এই সাবেক অধিনায়কের সরে দাঁড়ানোয় নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিবৃতিতে এ ব্যাপারেও ব্যাখ্যা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

তারা জানিয়েছে, ‘হাবিবুল বাশার সুমন বিপিএল টেকনিক্যাল কমিটিতে যুক্ত হওয়ায় তিনি এই আসরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে তিনি চট্টগ্রাম রয়্যালসের পরামর্শক (মেন্টর) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দল তার নতুন দায়িত্বের জন্য তাকে শুভকামনা জানাচ্ছে।’

বাশারের পরিবর্তে নতুন মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে তুষার ইমরানের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালস। বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার তুষার ইমরান চট্টগ্রাম রয়্যালসে মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন। তিনি এর আগে বিপিএলের বিভিন্ন দলে কোচিং করিয়ে প্রশংসিত হয়েছেন। নতুন মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে তিনি পূর্বে সিলেটের ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রয়্যালস শিবিরে যোগ দিতে মুখিয়ে আছেন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ