দেশচিন্তা ডেস্ক: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে শহরের একটি রেস্তোরাঁয় নতুন এই কমিটির ঘোষণা করা হয়।
কমিটিতে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলমকে সভাপতি, একুশে টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমাকে সাধারণ সম্পাদক এবং নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি এম কামাল উদ্দীন (বিজয় টিভি), মো. আলমগীর মানিক (এশিয়ান টিভি) ও মো. সোলায়মান (এসএ টিভি); যুগ্ম সম্পাদক ইয়াছিন রানা সোহেল (আরটিভি) ও মো. জিয়াউল রহমান জুয়েল (এখন টিভি); সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক (চ্যানেল ২৪) ও মিশু দে (দীপ্ত টিভি); নারীবিষয়ক সম্পাদক মহুয়া জান্নাত মনি (মোহনা টিভি); প্রচার ও দফতর সম্পাদক মো. ইমতিয়াজ কামাল ইমন (এটিএন নিউজ) এবং তথ্য ও গবেষণা সম্পাদক মিশু মল্লিক (স্টার নিউজ)।
কমিটিতে টেলিভিশনে কর্মরত ২৬ জন সাংবাদিককে রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের সভাপতি এস এম শামসুল আলম বলেন, ‘রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একটি আদর্শ নিয়ে কাজ করবে। বিশেষ করে যারা এই জেলায় বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিত্ব করছেন, তাদের নিয়ে এ সংগঠন সৃষ্টি করা হয়েছে। এ সংগঠনে যারা অন্তর্ভুক্ত হয়েছেন বা ভবিষ্যতে হবেন, তাদের একটি স্থানে ঐক্যবদ্ধ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এটি সংবাদ প্রচার, পেশাগত কাজে ঐক্যের বিকাশ আর সহকর্মীদের মধ্যে সম্প্রীতি তৈরি করবে। আমরা বিশ্বাস করি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ সংগঠন সুষ্ঠুভাবে এগিয়ে যাবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর কোনো প্রকার হুমকি বা দমন-পীড়ন চালানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করাই হবে এই সংগঠনের প্রধান কাজ।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.