দেশচিন্তা ডেস্ক: পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই সংলগ্ন রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল মেম্বারসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি সিগারেটের কার্টনসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: বাঙ্গালহালিয়া ইউনিয়নের মৃত চিত্ররঞ্জনের ছেলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ, শফিপুর পাথরবন পাড়ার মো. সাজ্জাদ, মহিবুল ইসলাম ও রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে রনি তঞ্চঙ্গ্যা।
রাজস্থলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ৩৮ বীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিংগা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আসামি শিমুল মেম্বারের ব্যবহৃত গাড়ি নম্বর ২৮ তল্লাশি করে বিদেশি সিগারেট জব্দ করাসহ ৪ জনকে আটক করা হয়।
সূত্রে আরও জানা যায়, আটকরা তারা সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলা থেকে এসব ভারতীয় পণ্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সরভভাটা শিলকসহ বিভিন্ন এলাকায় পাচার করে আসছেন। জব্দ করা পিকআপে বিদেশি সিগারেটের মধ্যে রয়েছে ওরিস ৮ কার্টন, পেট্রোন ১০ কার্টন, বেন্সন ৫ কার্টন।
এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ও মামলার আয়ু এস এ হাফিজ বলেন, ‘আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘রাজস্থলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.