দেশচিন্তা ডেস্ক: সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমি যখন নির্বাচিত হয়েছিলাম তখনও স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি।
ভবিষ্যতে শিক্ষার মানকে উন্নত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এলাকাটি যেহেতু নদীর তীরবর্তী তাই নদী ভাঙ্গন ও বন্যার কবলে পড়তে হয় প্রতিনিয়ত এই ভাঙ্গন রোধে বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে সর্বোচ্চ কাজ করে যাবো।
অনুন্নত রাস্তাঘাট সংস্কারে সকলপ্রকার সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সাতকানিয়ার ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়ন ১-৯ নং ওয়ার্ড পর্যন্ত (ইছামতী-আলীনগর ও উত্তর রামপুর) আজ ০৭ ডিসেম্বর সকাল: ১০:০০ থেকে দিনব্যাপী গণসংযোগ করেন।
এসময় উপস্থিত সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারী তারেক হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন, সমাজ সেবা সেক্রেটারী মুহাম্মদ রফিক উদ্দীন, মানব সম্পদ ও তথ্য প্রযুক্তি সেক্রেটারী প্রকৌ: মু. কামরুল ইসলাম, মোঃ আইযুব আলী, পশ্চিম ঢেমশা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ওমর ফারুকসহ ইউনিয়ন এবং ওয়ার্ড দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.