আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাকসুর উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর সার্বিক সহযোগিতায় চবি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আজ রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯.৩০টায় চবি বুদ্ধিজীবী চত্ত্বরে উদ্বোধন করা হয়।

চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.কে.এম ফজলুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এমন উদ্যােগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সব ধরনের সেবা দিতে বদ্ধপরিকর। স্বাস্থ্য সেবা এর মধ্যে অন্যতম। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে পড়াশোনা হবে না। আমরা চবি মেডিকেল সেন্টারে স্বাস্থ্যসেবা বাড়ানোর চেষ্টা করছি। চবি মেডিকেলকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে। এছাড়া মানসিক স্বাস্থ্যসেবা, অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা এখন আমাদের মেডিকেল করা যাচ্ছে। আশা করি, চাকসু সামনের দিকে আরও ভালো উদ্যােগ গ্রহণ করবে। এসময় উপাচার্য মেট্রোপলিটন হাসাপাতালকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, করোনার সময় মেট্রোপলিটন হাসাপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন উনারা চাকসুর ডাকে সাড়া দিয়ে আমাদের ক্যাম্পাসে ফ্রি স্বাস্থ্যসেবা দিতে এসেছেন। মেট্রোপলিটন হাসাপাতাল কর্তৃপক্ষকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি, এ উদ্যােগ চবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য কাজে আসবে।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে এসে জানলাম অসংখ্য শিক্ষার্থী স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছে। এটা ভালো দিক। এমন উদ্যােগের জন্য চাকসু এবং মেট্রোপলিটন হাসাপাতালকে ধন্যবাদ।

উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.কে.এম ফজলুল হক বলেন, আমরা কয়েক জায়গায় ফ্রি মেডিকেল সেবা দিয়েছি। ক্যাম্পাসের মধ্যে এটাই প্রথম। এ সেবা অব্যহত থাকবে। এসময় তিনি মেট্রোপলিটন হাসপাতালে চবি শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ (শর্ত সাপেক্ষে) ছাড়ে সেবা প্রদানের আশ্বাস দেন।

চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। এসময় আরও উপস্থিত ছিলেন চবি চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, মেট্রোপলিটন হাসাপাতালের ডিরেক্টর আমেনা শাহীন, মেট্রোপলিটন হাসাপাতাল লিমিটেডের চিকিৎসকগণ, কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা মোট আটটি বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সেবা গ্রহণ করেছেন। বিভাগের মধ্যে রয়েছে কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি, চর্ম, নাক-কান-গলা, জেনারেল সার্জারি এবং নিউট্রিশন।চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ